মীর রাজিবুল হাসান নাজমুল।। আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে সাভার উপজেলা রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় সাভার উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মী-সভা অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ পারভেজের সভাপতিত্বে ও মোঃ নাঈম হোসেন এর সঞ্চালনায় কর্মী-সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। এসময় তিনি বলেন আমি ঢাকা প্রেসক্লাবে সাংবাদিকতার পাশাপাশি সমাজের বঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমি চাই সমাজের প্রতিটি অবহেলিত মানুষ সমান মর্যাদা পাক। এছাড়া সমাজের অবহেলিতদের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।
এছাড়া দেশের মানুষ আজ চরম কষ্টের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত চুরি,ছিনতাই ও খুন বেড়েই চলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি খেটে খাওয়া সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলেছে। অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে বলে তিনি জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত রিকশা-ভ্যান ঠেলাগাড়ির শ্রমিক’রা অভিযোগ করেন,প্রতিনিয়ত পুলিশ আমাদের ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে ব্যাটারি খুলে নিয়ে যায়,যা আর ফেরত দেয় না। পাশাপাশি মাসোয়ারা দিতে হয়। এবং মাস শেষে বিভিন্ন জরিমানাও গুনতে হয়। এসব কারণে শ্রমজীবী মানুষের আয়-রোজগার দিয়ে আর সংসার চালানো সম্ভব হচ্ছে না। যারা পায়ে রিক্সা চালায় রাস্তার দুরবস্থার কারণে তাও চালাতে পারে না। তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন,আমরা যেন ভালোভাবে রিকশা,ভ্যান ও অটোরিকশা চালিয়ে পরিবার-পরিজন নিয়ে কোনোভাবে বেঁচে থাকতে পারি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন,মোঃ রাজিব আহমেদ,মোঃ ফোরকান উদ্দিন ও মোঃ শফিকুল ইসলাম। কেষ্টকান্ত রায়,জিএম মোশারফ হোসেন,মোঃ উসমান হোসেনসহ প্রমুখ।
এবিডি.শিরিন আলম