নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) সকাল ১১ টার সময় আশুলিয়ার উত্তর গাজীরচট আলিয়া মাদ্রাসা সংলগ্ন হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজ উদ্বোধন করা হয়।
হাজী মোঃ আতাউর রহমান খানের সভাপতিত্বে নির্মল চন্দ্র রায় ও তানিয়া আক্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব ইঞ্জি: মুস্তফা আনোয়ার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শহীদুল হক ও উপজেলা সহ: শিক্ষা অফিসারজ জনাব মোঃ আইয়ুব খান,বার্ডস গ্রুপ লিঃ সিনিয়র জেনারেল ম্যানেজার,ঢাল জনাব মোঃ আমিনুর রহমান মিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,গাজীরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল জনাব মোঃ মোজাফফর হোসেন। বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ সিরাজুল ইসলাম দেওয়ান,বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ নজরুল ইসলাম খান। আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের এসোসিয়েশন সভাপতি,জনাব এস এম নাসির উদ্দিন।
এসময় হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খান বলেন,আমার মরহুম পিতা আলহাজ্ব মোঃ সৈয়দ খান এর নামে স্কুলের নামকরণ করা হয়েছে হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজ।
এসময় তিনি আরও বলেন,আমি সবার মতো স্কুল দিয়ে ব্যবসা করার চিন্তা করি না। আমি সবসময় শিক্ষাকে মুল্যায়ন করে আসছি এবং আগামীতে করে যাবো। তাই যারা অর্থের অভাবে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারছেন না তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্যই আমার মুল লক্ষ্য।
এছাড়া হাজী সৈয়দ খান স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ আতাউর রহমান খান বলেন,স্কুলের প্রতিষ্ঠাতা আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খান একজন শিক্ষানুরাগী ব্যক্তি। স্কুল প্রতিষ্ঠার পর থেকে তিনি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষের ছেলে মেয়েদের পড়াশোনার কথা চিন্তা করে স্কুলের ভর্তি ফ্রী,খেলাধুলা ও বার্ষিক বনভোজন ফ্রী করে শুধু মাসিক বেতনে পড়ার সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়েছেন। এছাড়া যারা মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না তাদের জন্য বিনাবেতনে পড়াশোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।
এবিডি.কম/জাহাঙ্গীর