উজ্জল মন্ডল আশুলিয়া প্রতিনিধি।। আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া ফাল্গুনী আবাসিক এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে প্রায় ১শত টির বেশি পরিবার চলাচলের রাস্তার অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নিরিবিলি এলাকার ( ফাল্গুনী আবাসিক এলাকায়) সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। এসময় ভুক্তভোগীরা বলেন দলিলে ৮ ফিট রাস্তা থাকার পরেও জালাল উদ্দীন নামের এক ব্যক্তি স্থানীয় প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছেন চলাচলের রাস্তাটি।রাস্তার উপর প্রাচীর তুলে ৮ ফিট রাস্তাকে করেছেন ২ ফিট।এ যেন দেখার কেউ নাই। জালাল উদ্দীন তার ছেলের বউয়ের প্রভাব খাঁটিয়ে রাস্তাটি দখল করছেন বলে অভিযোগ করছেন এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষে কথা বলায় আরমান হোসেন সোহাগ নামের এক ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন জালাল উদ্দীন সহ তার পরিবারের অন্য সদস্যরা।সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহাগের মা কে মারধর করেন জালাল উদ্দীন সহ অন্যরা।পরবর্তীতে তাকে হাসপাতালে চিকিৎসা শেষে আশুলিয়া থানায় জালাল উদ্দীন সহ অন্যদের আসামি করে একটি মামলা দায়ের করেন সোহাগ। এই মামলা করায় তার জীবনে নেমে আসে ভয়াবহতা। বিভিন্ন মানুষ দিয়ে জালাল উদ্দীন সোহাগ ও তার পরিবার-কে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।
এবিডি.কম/রাজু