নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় ডিইপিজেড গেট জনগনের বহু প্রতিক্ষীত যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করা হয়েছে। ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই যাত্রী ছাউনি নির্মান করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে এলাকা বাসিদের সঙ্গে নিয়ে এ যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করেন তরুণ সমাজ সেবক ও দানবীর হাজী মো: ইসরাফিল হোসেন।
আশুলিয়ার ডিইপিজেড ভাদাইল এলাকায় পদে পদে যেন দুর্ভোগের হাতছানি। কোথাও এতটুকু স্বস্তির নিশ্বাস ছাড়ার উপায় ছিলো না। চলাচলে ভোগান্তি, ইজি বাইকের ভোগান্তি,গাড়ির জন্য কোথাও অপেক্ষা করবেন-সেই জায়গাটুকুও নেই,থাকলেও তা ছিলো অন্যদের দখলে। প্রতিদিন হাজারো মানুষের জীবন থেমে থাকত ইজি বাইক আর ফুটপাত দখলের ভোগান্তিতে।
প্রথমেই সেই পথ ফিরিয়ে আনা হয় শৃঙ্খলা।
ফুটপাত খালি করে উন্মুক্ত করা হয় জনগনের স্বাভাবিক চলাচলের পথটি। এরপর এখানে প্রয়োজন ছিল একটি যাত্রী ছাউনির। সকল বাঁধা অতিক্রম করে অবশেষে আলোর মুখ দেখলো বহুপ্রতিক্ষীত সেই যাত্রী ছাউনি। আর এই যাত্রী ছাউনি মহান উদ্যোগতা তরুণ সমাজ সেবক ও দানবীর হাজী মো: ইসরাফিল হোসেন। তার কোন রাজনৈতিক পরিচয় না থাকলেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উন্নয়নে কাজ করাই একমাত্র তার নেশা।
কিন্তু মানবিক কাজ করতে গিয়ে তাকে পড়তে হয় নানা বাঁধার মুখে। একটি চক্র যারা আগে এই সড়কে প্রায় পাঁচশ অটোরিকশা থেকে মাসিক তিন হাজার টাকা করে চাঁদা আদায় করত। ফুটপাতেও ছিল তাদের দখলদারি দোকান বসিয়ে করতো নিয়মিত চাঁদা আদায় । ফলে অটোরিকশার এলোমেলো চলাচল আর অসহনীয় যানজট ছিল প্রতিদিনের যন্ত্রণা। ইসরাফিল ও স্থানীয় তরুণদের উদ্যোগে ফুটপাত হকারমুক্ত করে রাস্তায় ফিরিয়ে আনা হয় শৃঙ্খলা। আর এতেই নাখোশ হয়ে ওঠে দুষ্কৃতকারী সেই চক্র। ইসরাফিলের মানবিক কাজে বাঁধা দেয় স্থানীয় এক রাজনৈতিক দলের নেতার অনুসারীরা। মানবিক কাজের প্রতি এ ধরনের বিরোধিতা পুরো এলাকায় তৈরি করেছে তীব্র বিতর্ক।
তরু এই সমাজ সেবক ইসরাফিল হোসেন দেখিয়ে দিয়েছেন পরিবর্তন শুরু হয় ইচ্ছা থেকে,সাহস থেকে।রাজনীতিবিদের ক্ষমতা নয়,মানুষের মুখের হাসিই তাঁর শক্তি। এই এক ছাউনি ঘিরে আশুলিয়ায় তৈরি হয়েছে নতুন মানবিক দৃষ্টান্ত। বাধা এসেছে,প্রতিবন্ধকতা এসেছে-তবুও মেহনতি মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছেন ইসরাফিল হোসেন। মানুষের মুখের হাসি ধরে রাখতেই প্রতিদিন নিজেকে উজাড় করে দিচ্ছেন তিনি। তার এ কাজ প্রমাণ করে মানুষের জন্য মানুষ দাঁড়ালে,পরিবর্তন করা সম্ভব। ইসরাফিলের মানবিক উদ্যোগে আজ-পরিবর্তনের পথে আশুলিয়া। আর মানবিক কাজে বাঁধা দিয়ে জনসাধারণের কটাক্ষের শিকার রাজনৈতিক দলের কতিপয় নেতা। এমন পরিস্থিতিতে ভাদাইলবাসীর একটু স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে মানসম্পন্ন ও দৃষ্টিনন্দন এই যাত্রী ছাউনি।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম