নিজস্ব প্রতিবেদক ।। আশুলিয়া থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে বাইশমাইল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ডাকতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র শস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টা ৫৪ মিনিটের সময় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবির। এসময় তিনি বলেন গতকাল রাত অনুমান ১টা ৪৫ মিনিটের সময় আশুলিয়া থানার নয়ারহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একদল ডাকাত অস্ত্র শস্ত্রসহ ডাকাতির জন্য সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় বাইশমাইল রোড কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো:(১) মো: খায়ের হোসেন (৩৫),পিতা-মৃত আজিজ মোল্লা,মাতা-খাদিজা বেগম,গ্রাম-পারদাউকা,থানা-গলাচিপা,জেলা-পটুয়াখালী,বর্তমান ঠিকানা -আনন্দপুর সিটি লেন,বুবলীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার,জেলা-ঢাকা। (২) মোঃ কবির হোসেন (৪৫), পিতাঃ মৃত-শামছুল হক,মাতা-মোছাঃ মমতাজ বেগম,গ্রাম-সোনাপুর,থানা-কাজির হাট,জেলা-বরিশাল। বর্তামান ঠিকানা-আনন্দপুর খ্রিষ্টান পাড়া সোবাহান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া,থানা-সাভার,জেলা ঢাকা।(৩) মোঃ ইমরান আলী (৪২),পিতা-ছলেমান আলী,মাতা-জোহরা বেগম,গ্রাম-চরসিলেবাস,থানা-চৌহালি,জেলা-সিরাজগঞ্জ,বর্তমান-ঠিকনা-ছোট চন্ডাইল,থানা-ধামরাই জেলা-ঢাকা। (৪) মোঃ সুমন মিয়া (৫৫),পিতা-মৃত সেলিম মিয়া,মাতা-মৃত সেলিনা বেগম,গ্রাম-গোডাউন পড়া,থানা-সিংড়া,জেলা-নাটোর, বর্তমান ঠিকানা-ছোট চন্ডাইল,থানা-ধামরাই জেলা-ঢাকা। (৫) মোঃ সাইফুল ইসলাম (৫০), পিতা-মৃত ফজর উদ্দিন,গ্রাম-রাজবাড়ী গুচ্ছ গ্রাম,থানা- নাগেশ্বরী,জেলা-কুড়িগ্রাম।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবির আরও বলেন,গ্রেফতারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য দীর্ঘদিন যাবত ঢাকা জেলা ও আশে পাশে ডাকাতি করে আসছে।এছাড়াও গ্রেফতারের সময় ডাকাত রিপন,ডাকাত তালিম,ড্রাইভার রহমত উল্লাহ ও ডাকাত সেন্টু সহ আরো ৩/৪ জন অজ্ঞাত নামা ডাকাত পালিয়ে গেছে,জিজ্ঞাসাবাদে আরও জানায় সাভারের আনন্দপুরে ৮ লক্ষ ৭০ হাজার টাকা চুরি যাওয়ার অপর একটি ঘটনায় ইদ্রিস খান,নামে একজন-কে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ,এ সময় তার কাছ থেকে সাত লক্ষ টাকা উদ্ধার করা হয়।
উক্ত বিষয়ে তিনি আরও বলেন ডাকাতদের গ্রেফতার সময় তাদের কাছ থেকে ২টি টর্চলাইট,১টি রামদা,১টি বড় দা,১টি বড় চাইনিজ কুড়াল,১টি কাটার,১টি বড় কাঠের লাঠি,১টি মিনি পিকআপ,যাহার রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ন-২০-৯৬৬৪ উদ্ধার করা হয়। পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। গ্রেফতারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত ঢাকা জেলা ও আশ পাশে ডাকাতি করে আসছে। এছাড়াও গ্রেফতারের সময় ডাকাত রিপন,ডাকাত তালিম,ড্রাইভার রহমত উল্লাহ ও ডাকাত সেন্টু সহ আরো ৩/৪ জন অজ্ঞাত নামা ডাকাত পালিয়ে গেছে। এ বিষয়ে আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে ডাকাতির একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম