বিশেষ প্রতিনিধি।। আশুলিয়া থানার বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো: হামিদুল ইসলাম (৪০)কে ৬কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হান্নান। এসময় তিনি বলেন গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটের সময় আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার প্রি-ক্যাডেট হাইস্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬কেজি গাঁজা।
গ্রেফতারকৃত আসামি’রা হলো: (১) মো: হামিদুল ইসলাম (৪০) পিতা মৃত আব্দুল হাকিম,গ্রাম নাড়িয়াটারী,থানা নাগেরশ্বরী জেলা কুড়িগ্রাম।
গ্রেফতারের বিষয়টি এসআই আনোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হান্নান স্যারের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটের সময় আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাহাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৬কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এডহক কমিটি’র সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম),স্যার ও ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া গ্রেফতারকৃত আসামির নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাহাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তিনি আরও মাদকমুক্ত সমাজ গঠনে আশুলিয়া থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ। এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু