নিজস্ব সংবাদদাতা।। আশুলিয়া থানা পুলিশের অভিযানে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য-কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার সময় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবির।এসময় তিনি বলেন,মামলাটির তদন্ত কর্মকর্তা এস আই (নি:) মো: ইকবাল হোসেন পিপিএম এর নেতৃত্বে একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ৬জন সনাক্ত হওয়ার পর গতকাল জামালপুর,ময়মনসিংহ,গাজীপুর ও টাঙ্গাইল জেলাসহ আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৬সদস্য-কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো: (১) মোঃ তোফাজ্জল হোসেন ভাঙ্গারী বাবু (২৮), পিতা- করিম মোল্লা আওয়াল বেপারী,গ্রম-বেলুটিয়া পশ্চিম পাড়া,থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।(২) মোঃ কোরবান আলী (২৫) পিতা- আফজাল শেখ গ্রম-বেলুটিয়া পশ্চিম পাড়া,থানা-শাহজাদপুর,জেলা-সিরাজগঞ্জ।(৩)মোঃ আল আমিন শেখ (৩০) পিতা-কাদের শেখ, গ্রাম-দেওয়ান টাইটা,থানা-শাহজাদপুর,জেলা-সিরাজগঞ্জ,(৪)মোঃ শহিদুল (৩৬) পিতা-আমজাদ মোল্লা,গ্রাম-তারুটিয়া,থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ,(৫)মোঃ সজিব (২১) পিতা-মোঃ ইদ্রিস আলী,গ্রাম- কলতাসুতি বারল,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা,(৬)মোঃ শিবলু আহম্মেদ (২০) পিতা-টিটু মিয়া,গ্রাম-কলতাসুতি বারল,থানা-আশুলিয়া,জেলা- ঢাকা।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবির আরো বলেন,গত ২৮ অক্টোবর শহিদুল এনাম রাশেল গরুর ব্যবসার সুবাদে রাজশাহী সিটিহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে তারা ট্রাক ভর্তি গরু নিয়ে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় ফিনিক্স স্পিনিং মিলস এর সামনে রাত ১২টা ৪৫ মিনিটের সময় এসে পৌছালে ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল অপর একটি ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে,চালক, হেলপার ও রাখাল-কে ট্রাকে উঠিয়ে হাত পা ও চোখ বেঁধে ২৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২১টি গরু নিয়ে পালিয়ে যায়।
পরে ব্যবসায়ী শহিদুল অজ্ঞাত নামা ১৫ থেকে ১৬ জন-কে আসামি করে থানায় একটি মামলা করেন। এরই ধারাবাহিকতায় গতকাল মামলার তদন্তকারী এস আই (নি:) মো: ইকবাল হোসেন পিপিএম,জামালপুর, ময়মনসিংহ,গাজীপুর,টাঙ্গাইল জেলাসহ আশুলিয়া থানা এলাকা অভিযান চালিয়ে ডাকাত দলের ৬সদস্য-কে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ি ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাকসহ ৭টি-গরু উদ্ধার করা হয়। এছাড়া চাঞ্চল্যকর এই মামলাটি শুরু থেকে থানা পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু করে।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন,এস'পি স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে,এই অভিযান-টি তার একটি অংশ।এরই ধারাবাহিকতায় গতকাল জামালপুর, ময়মনসিংহ,গাজীপুর ও টাঙ্গাইল জেলাসহ আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৬সদস্য-কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসা বাদে জানা যায় তারা ১৫ থেকে ১৬জন ডাকাত চালক, হেলপার ও রাখাল-কে ট্রাকে উঠিয়ে হাত পা ও চোখ বেঁধে রাখে। পরে গরু ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায় গ্রেফতার আসামিদের নামে দেশের বিভিন্ন থানায় গরুচুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছ,এছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে সেই মামলায় তাদের-কে আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম