নিজস্ব সংবাদদাতা।। “দেশের স্বার্থে সাংবাদিকতা” এই শ্লোগান কে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ লোকমান হোসেন চৌধুরী কে আহবায়ক ও দৈনিক বণিক বার্তা পত্রিকার প্রতিনিধি মোঃ সোহেল রানা কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সকল ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন সংবাদকর্মীদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন,ওমর ফারুক (আলোকিত কন্ঠ) ও মোঃ শাহীনুর রহমান শাহীন (দেশ টিভি)।
কমিটির সাতজন সদস্য হলেন-শেফালী খাতুন মিতু (বাংলা ভিশন টিভি), রাউফুর রহমান পরাগ (দৈনিক ইনকিলাব) মোঃ হুমায়ুন কবির( দৈনিক কালবেলা ) জাহাঙ্গীর আলম রাজু (প্রতিদিনের কাগজ), ইমতিয়াজুল ইসলাম জীবন (দৈনিক বাংলা),আসলাম হাওলাদার ( দৈনিক বাংলাদেশ বুলেটিন),মোহাম্মদ ইয়াসিন (দৈনিক স্বাধীন বাংলা) এর আগে প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসাথে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গনহত্যায় নিহত সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,যমুনা টেলিভিশনের মাহফুজুর রহমান নিপু,দৈনিক সময়ের আলোর রাকিব হাসান জিল্লু,প্রেসক্লাবের সিনিয়র সদস্য কামাল উদ্দিন চৌধুরী ও আবুল হায়াত বাচ্চু,দৈনিক নয়া দিগন্তের মো: তুহিন আহাম্মেদ,বাংলা নিউজের মাহিদুল মাহিদ, আমার সংবাদের হাসান ভূইয়া,গ্লোবাল টিভির শাহিনুর রহমান প্রতিদিনের বাংলাদেশের শরিফুজ্জামান ফাহিমসহ প্রমুখ।
এবিডি.কম/শিরিন আলম