নিজস্ব প্রতিবেদক ।। আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি সচেতনার জন্য মতবিনিময় সভা করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। সোমবার (২৮ই অক্টোবর) বিকাল ৫টার সময় আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ওসি আবু বক্কর বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক,সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন,বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। এখানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
এসময় আশুলিয়া প্রেসক্লাবের আহব্বায়ক খোকা মোহাম্মদ চৌধুরী বলেন,পুলিশ সাংবাদিক একে অপরের সহায়ক। সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে সবাই উপকৃত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই,একটি কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।
এছাড়া মতবিনিময় সভায় আশুলিয়া প্রেসক্লাবের সদস্য সচিব সোহেল রানা,নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে থানার আইন শৃঙ্খলা রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে তাকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন-এখন টেলিভিশন এর সাভার প্রতিনিধি হুমায়ুন কবির,দেশ টেলিভিশন শাহিন আহমেদ ,প্রতিদিনের কাগজ এর মো: জাহাঙ্গীর আলম রাজু, বাংলাদেশ বুলেটিন সাকিব আসলাম,বাংলাভিশন এর শেফালী খাতুন মিতু,স্বাধীন বাংলা মো: ইয়াসিন সময়ের আলোর রাকিব হাসান জিল্লু,দেশ বার্তা পত্রিকার হাজী আবুল হায়াত বাচ্চু,ডেইলি ট্রাইবুনাল প্রত্রিকার জয়, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফাহিম,বার্তা বাজার এর আল মামুন খান,মুক্ত খবর এর ফয়জুল ইসলাম, আমার সংবাদ পত্রিকার হাসান ভুঁইয়া গ্লোবাল টেলিভিশন শাহিনসহ প্রমুখ।
এবিডি.কম/শিরিন আলম