সাভার: আশুলিয়ায় বাসায় ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কলেজছাত্রের বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত ইমন হোসেন।
রোববার সন্ধ্যায় আশুলিয়ার পশ্চিম বাইপাইলে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইমন মানিকগঞ্জরে ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও সাভারের একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। পরিবারের সঙ্গে তিনি আশুলিয়ার বাইপাইলে থাকেন।
ভুক্তভোগী তরুণীর চাচা জানান, গ্রাম থেকে চাকরির জন্য প্রায় ২০ দিন আগে আশুলিয়ায় ফুফাতো বোনের ভাড়া বাসায় আসেন ওই তরুণী। ফুফাতো বোন ও তার স্বামী কাজে বাইরে গেলে একই ভবনের দ্বিতীয় তলার ইমন জোর করে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন আসার আগেই পালিয়ে যান ইমন।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই ফরহাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ইমনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম