নিজস্ব প্রতিবেদক।। করোনার প্রাদুর্ভাব দূরীকরণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন ভিক্ষুক ও খাবার হোটেলের উচ্ছিষ্ট চেয়ে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। আশুলিয়ার ওই সমস্ত ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের হাতে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান ও সাভার উপজেলার আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
মঙ্গলবার সন্ধায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পলাশবাড়ী পশ্চিমপাড়া,গোছারটেক ,ডেন্ডাবর উত্তরপাড়া, পলাশবাড়ী বাতান টেক সহবিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় চাল, ডাল, পেয়াজ, রসুন ও তেল বিতরণ করা হয়। অন্য এলাকার নিম্ন আয়ের লোকজনকে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।
ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান।
ধামসোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার হারুন-আর রশিদ মন্ডল, আমাদেরবাংলাদেশ.কমকে জানান, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা প্রধান কাজ। পাশাপাশি এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ- সেবক মো. ইউনুস আলী, বিশিষ্ট সমাজ-সেবক মো: মহিদুল ইসলাম,মোঃ কাজিম উদ্দিন,মোঃ মমতাজ উদ্দিন,হাজী রফিক, হাজী শাহানুর,মো: আসাদ, মো: খোরশেদ আলম আব্দুস সালামসহ প্রমুখ।