নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়র মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এর প্রাচীরের বাহির থেকে উদ্ধার করা হয় এক নবজাতককে। উদ্ধারের পর নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা জানতে পেরে শিশুটিকে দত্তক রিতে অগ্রহী শতাধিক মা।
বৃহষ্পতিবার দুপুরে মেডিকেলের পরিচালক মোঃ আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেডিকেল কলেজ এর প্রাচীরের বাহিরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে রেখে যান আসিফ নামের এক ইট-খুয়া ব্যবসায়ী। শিশুটিকে হাসপাতালের নিয়ে আসার পরে প্রথমে শিশু বিভাগে রাখা হলেও পরে তাকে গাইনী বিভাগে রাখা হয়।
এ সময় তিনি আরো জানান, শিশুটি ব্যাপারে আশুলিয়া থানায় লিখিতভাবে অবগত করা হয়েছে। আমাকে ওসি সাহেব যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য বলেছেন। আমাদের কাছে এই নবজাতক নেওয়ার জন্য অনেকে অনুরোধ করেছে।পরবর্তীতে কি ধরনের পক্রিয়ার মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করতে চান এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কাকে পেলে বাচ্চাটা সুখি হবে, কার কাছে বাচ্চাটার ভবিষ্যৎ ভালো হবে তার কাছে দেওয়ার জন্য চেষ্টা করবো। বাচ্চাটি নিতে হলে সবাইকে আবেদন করতে হবে বলেও জানান তিনি।