জাহাঙ্গীর আলম রাজু।। করোনার প্রাদুর্ভাব দূরীকরণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন ভিক্ষুক ও খাবার হোটেলের উচ্ছিষ্ট চেয়ে খাওয়া ছিন্নমূল মানুষগুলো,তাই আশুলিয়ার ওই সমস্ত ভিক্ষুক ও ছিন্নমূল মানুষরা গত সোমবার (২০ এপ্রিল) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট এলাকায় খাবারের দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে এমতাবস্থায় পাথালিয়া ইউপি পারভেজ দেওয়ান উপস্থিত না থাকলেও পরবর্তীতে তাদের দুঃখ-দূর্দশার কথা শুনে তাদেরকে খাবার প্রদানের প্রতিশ্রুতি দেন এবং সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান।
বৃহস্প্রতিবার (২৩ এপ্রিল) সকালে সেই প্রতিশ্রুতি মোতাবেক সড়ক অবরোধকারী ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন, এমন একটি খবর তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তাহারি পরিপেক্ষিতে মোবাইল ফোনের মাধ্যমে চেয়ারম্যানের কাছে যোগাযোগ করলে তিনি আমাদেরবাংলাদেশে.কমকে জানান
আমি তাদেরকে কথা দিয়ে ছিলাম তাই আমার নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছি। এসময় চাল, ডাল, পেয়াজ, রসুন ও তেল বিতরণ করা হয়। অন্য এলাকার নিম্ন আয়ের লোকজনকে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে বলে জানান, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। পাশা পাশি এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি।
ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের বাসা-বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন, আপনারা ঘরে থাকেন আমি নিজে আপনাদের ঘরে খাদ্য সামগ্রী দিয়ে যাবো। আমার নির্বাচিত এলাকা পাথালিয়া ইউনিয়নের একটি লোকও না খেয়ে থাকবেনা ইনশাল্লাহ। খবর পাওয়া মাত্র খাদ্য নিয়ে পৌঁছে যাবো আপনাদের দরজায় সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছি, বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম