সাভার প্রতিনিধিঃঃ
ঢাকার অদূরে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে সোমবার রাতে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কবলে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত অবস্থায় উদ্ধার হন। আশুলিয়ার পল্লীবিদ্যুতে স্থানীয়দের সহায়তায় আশুলিয়া থানা পুলিশ বাসটি আটক করে।
এ সময় সন্দেহভাজন এক ডাকাত আটক করলেও, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। ঘটনার পর বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালাতক রয়েছে।
ওই বাসের যাত্রীরা বলেন, গাবতলী থেকে মাশফি পরিবহনের একটি দূর পাল্লার বাস কুড়িগ্রামের উদ্দেশ্যে কয়েকজন যাত্রী নিয়ে রওনা হয়। পরে আশুলিয়ার বাইপাইল থেকে বাসে যাত্রী বেশে ডাকাত উঠে চালককে জিম্মী করে যাত্রীদের হাত পা বেঁধে মারধর করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
পরে বাসটি পল্লীবিদ্যুৎতে পৌঁছালে যাত্রীদের চিৎকারে বাসটি আটক করা হয়। এ সময় নারী লাঞ্ছিতের অভিযোগও উঠে।
আশুলিয়া থানার ওসি মনিরুল হক ডাবলু (অপারেশন) বলেন, বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে ডাকাতের বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম