রিফাত হোসেনঃ
সময়ট তখন সকাল নয়টা আকাশে হালকা মেঘ,হয়তো সময়ই বলে দিচ্ছিল কোন খারাপ অভাস। ছবি ঃ কলেজ ছাত্র মো:মেহেদী হাসান জনি বাসা থেকে বের হয়েছিল নানি বাড়ির উদ্দেশ্যে। নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে প্রসাব করার সময় বিদুৎতের তার ছিড়ে সেখানে মৃত্যুবরন করেন কলেজছাত্র জনি।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ লাশটি আশুলিয়া থানায় নিয়ে আসেন । সন্ধার সময় কলেজছাত্র জনির এলাকাবাসী ফেসবুকে মৃত্যু খবর জানতে পারেন এবং তার বাবা-মাকে জানান।
জানা যায়,জানা যায় জনির গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়।সে দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলেন।
বিস্তারিত আসছে…