সাভার প্রতিনিধিঃ
ঢাকার উপকন্ঠ আশুলিয়ায় বিরল প্রজাতির একটি গন্ধগকুল উদ্ধার করেছে ঢাকার বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের একটি দল।
বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে এ বিরল প্রজাতীর প্রাণীটিকে উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট সূত্র জানায়, বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় গন্ধগকুলকে দেখতে পায় একদল যুবক। পরে গন্ধগকুল আটকে পিছু নেয় তারা। প্রায় কয়েক ঘন্টা চেষ্টার পর বিরল প্রজাতির প্রাণীটিকে ধরতে সক্ষম হন তারা।
বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গন্ধগকুলটি উদ্ধার করেছি। এই প্রজাতির প্রাণী সচরাচার চোখে পরে না।
বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক মিহির কুমার দো’র তত্বাবধানে গন্ধগকুলটিকে গাজীপুরের ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম