গ্রেফতারকৃত লাল চাঁন টাঙ্গাইল জেলার মধুপুর থানার ধরাতি তান্তাহার গ্রামের আবু বক্করের ছেলে। সে আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকায় পরিবার নিয়ে বসবাস করতো।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন আমাদের বাংলাদেশ.কমকে জানান, গত ২০ মে দুপুরে আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে আসে শিশুটি।
পরে বোনের শ্বশুর বাড়ির আত্মীয় লাল চাঁন তাকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পরদিন শিশুটির পরিবার আশুলিয়া থানায় লাল চাঁনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
কিন্তু আসামি প্রায় দুই মাস ধরে পলাতক থাকার কারনে এতদিন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান,গোপন সূত্রে পুলিশ জানতে পারে লাল চাঁন আশুলিয়ার কলতাসূতি এলাকার একটি বাড়িতে আত্মগোপনে আছে।
সেই সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে লাল চাঁনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
