আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি : বাৎসরিক ছুটির টাকা প্রদানে গড়িমসির জেরে আশুলিয়ায় জেনারেশন নেক্সট লিঃ নামে একটি পোশাক কারখানার প্রায় সাড়ে ৭ সহস্রাধিক শ্রমিক পর পর দু’দিন উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শেষে কারখানা থেকে বেরিয়ে যান। যতক্ষন পর্যন্ত তাদের ছুটির টাকা পরিশোধ করা না হবে ততক্ষন তারা এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন। বুধ ও বৃহস্পতিবার সকাল ৮টায় আশুলিয়ার ধনাইদ এলাকার জেনারেশন নেক্সট লিঃ নামে কারখানার শ্রমিকরা পর পর দু’দিন একই দাবিতে কর্মবিরতি পালন শেষে সকাল সাড়ে ১০ টায় কারখানার উৎপাদন বন্ধ রেখে বাসার উদ্দেশ্যে বেরিয়ে যান।
এ ব্যাপারে শ্রমিকরা জানান, শ্রম আইন অনুযায়ী কর্মরত শ্রমিকরা বাৎসরিক ছুটির টাকা পাওনা। কোন কোন শ্রমিকের ৮/১০ বছর পূর্ণ হয়েছে। পাওনাকৃত শ্রমিকদের টাকা চলতি মাসের ৮ তারিখে দেয়ার কথা ছিল। নির্ধারিত টাকা না দিয়ে আগামী ৩ মাস পর টাকা প্রদান করা হবে মর্মে জানায়। এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্দ হয়ে পর পর দু’দিন কর্মবিরতি পালন করছে। কারখানার মালিক তৌহিদুজ্জামান এবং ইন্ডিয়ান মালিক রাজীব শেঠী। শ্রমিকরা মালিকদ্বয়ের পক্ষ থেকে ছুটির টাকা প্রদান করার নির্ধারিত সময় চান।
কারখানার জেনারেল ম্যানেজার (উৎপাদন) শাহজাহান বলেন, অল্প সংখ্যক শ্রমিকদের ছুটির টাকা বকেয়া রয়েছে। যা শীঘ্রই প্রদান করার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও অহেতুক শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। ফলে কারখানার ব্যাপকভাবে উৎপাদন শূণ্যের কোঠায় নেমে পড়েছে।
শ্রমিকদের তিনি উৎপাদনে ফিরে আসার আহ্বান জানান।শিল্প পুলিশ-১ এর সূত্র জানায়, কতিপয় শ্রমিক সংগঠনের উস্কানিতে মূলত শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রেখেছে।১৫/২০ জন শ্রমিকের বকেয়া পাওনা রয়েছে। এটাকে পূঁজি করে প্রায় ৭ হাজার শ্রমিক কর্মবিরতি পালনে তারা বিস্মিত হয়েছেন। তবে মালিক পক্ষের সাথে শ্রমিকদের আলোচনা চলছে সমাধা হয়ে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।