জাহাঙ্গীর আলম রাজু ।। করোনার প্রাদুর্ভাব দূরীকরণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন ভিক্ষুক ও খাবার হোটেলের উচ্ছিষ্ট চেয়ে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। আশুলিয়ার ওই সমস্ত ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের হাতে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন আশুলিয়ার ইউনিয়নের মো: মহিউদ্দিন পালোয়ান।
সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টার সময় আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকায় একটি খেলার মাঠে নির্দিষ্ট দূরুত্ব বজায় রেখে ২-শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় চাল, ডাল, পেয়াজ, রসুন ও তেল সাবান বিতরণ করা হয়। অন্য এলাকার নিম্ন আয়ের লোকজনকে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।
মো: মহিউদ্দিন পালোয়ানের কাছে কাছে জানতে চাইলে তিনি আমাদেরবাংলাদেশ.কমকে জানান,গরীব মানুষের কষ্ট আমি সহ্য করতে পারিনা, বরাবরই আমি সব সময় গরীব মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে এসেছি আজ তারই ধারাবাহিকতায় আমার এলাকায় কেউ না খেয়ে অনাহারে মারা যাক সেটা আমি কখনও চাইনা। তাই আমি নিজ ব্যক্তি উদ্যোগে নিজস্ব তহবিল থেকে সামর্থ অনুযায়ী ২শতাধিক মানুষকে ত্রাণ দিয়ে সহযোগিতা করেছি। প্রয়োজনে ভবিষ্যতে আরো দেবো তবু আমার এলাকার ‘একজন মানুষকেও না খেয়ে মরতে দেবো না’ সেই সাথে তিনি আরো বলেন, আমি সেলিব্রেটি হওয়ার জন্য এই আয়োজন করিনি বরং মানুষকে ভালোবাসি বলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং আমি বিশ্বাস করি, বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম বা মহল্লায় যদি আমার মত মহিউদ্দিন পালোয়ান জন্ম নেয় তাহলে এলাকায় কোন গরীব মানুষ খাদ্যের অভাবে মারা যাবে না, দারিদ্র তা সীমার নিচে বসবাস করে। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছি। বিশ্বের এমন করুণ পরিস্থিতিতে মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান।
এসময় উপস্থিত মো: শাহিন পলোয়ান, আমাদেরবাংলাদেশ.কমকে জানান করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা জনগনের কাছে পৌছে দেওয়া ও বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। তাই আশুলিয়ার ইউনিয়নের কৃতি সন্তান মো: মহিউদ্দিন পালোয়ানের। নির্দেশনার এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি। এসময় আরো উপস্থিত ছিলেন হাজী মো. শফিউল্লাহ এবং ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করেন ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ট্রাইবুনাল’ পত্রিকার সাভার প্রতিনিধি মো. মামুন মোল্লা, সমীর কুশারী, সিরাজুল ইসলামসহ প্রমুখ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম