আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মুঠোফোনে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনায় এক ব্যবসায়ী আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের নামে থানায় একটি সাধারন ডায়রি করেছেন। সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ব্যবসায়ী শফিকুল ইসলাম মৃধা বাদী হয়ে এই জিডিটি দায়ের করেছেন। সে আশুলিয়ার কুমকুমারী এলাকার মৃত শুকুর আলী মৃধার ছেলে।
সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর দুপুর ১.২০ ঘটিকার সময় শাহাব উদ্দিন মাদবর তাকে ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তাকে গালিগালাজের কারন জানতে চাইলে, বিবাদী শাহাব উদ্দিন তাকে এলাকা ছাড়া করে দেয়ারও হুমকি প্রদান করেছেন বলে উল্লেখ করেন। ওই দিন সন্ধ্যায় তিনি আশুলিয়া থানায় এসে একটি সাধারণ ডায়রি দায়ের করেন। যার নং-২৩০২।
ফোনে হুমকির ঘটনায় থানায় জিডির বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন চেয়ারম্যানের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও সে সংযোগটি গ্রহন না করায় তার কোন বক্তব্য নেয়া যায়নি। এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম