আমাদেরবাংলাদেশ ডেক্স ঃ আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নে চারাবাগের আবাসিক এলাকায় দ্রুত গতিতে চলছে আরসিসি ঢালাই ফর্মুলায় এই সড়ক নির্মাণ কাজ,পরিদর্শন করেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হোসেন আলী মাস্টার।
এ সময় তিনি আমাদেরবাংলাদেশ.কমকে জানান, আমি আমার নির্বাচনী ইশতেহার যা যা প্রতিশ্রুতি দিয়ে ছিলাম তার অনেকাংশেই সম্পন্ন করতে পেরেছি। এবং আমার প্রিয় ৪নং ওয়ার্ডবাসীর নাগরিক সমস্যা গুলো যত সম্ভব দূর করতে পেরেছি। এলাকার সড়ক গুলো আরসিসি ঢালাইয়ে উন্নীত করেছি। এখন আর ভরা বর্ষায়ও কারো বাসা থেকে বেড়িয়ে আসার পর কাদামাটিতে এখন আর পা রাখতে হয় না।
এলাকার আাবাসিক পাড়া মহল্লার ছোট ছোট অলি গলিও গুরো আরসিসি ঢালাইয়ে উন্নীত করার কাজ অব্যাহত আছে। অল্প কিছু দিনের মধ্যে সেগুলোও সম্পন্ন হবে ইনশাল্লাহ। তিনি আরো জানান, আমি আমার ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলার লক্ষে কাজ করে যাচ্ছি।এবং আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন আমি আামার ওয়ার্ডের প্রতিটা মানুষকে সেবা ও সহ যোগিতা করে যাবো।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম