সাভার থেকে মোঃ আরিফ মন্ডল : শিল্পাঞ্চল আশুলিয়ায় ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের একটি নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ২৬ জুলাই শুক্রবার "আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন" নামের এই সংগঠনটির উদ্ধোধন করা হয়। এটি মূলত একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যার সদস্যরা আশুলিয়ার স্থায়ী বাসিন্দা। দেশের অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্বাতক বা সমমানের ডিগ্রীধারী নারী ও পুরুষরাই কেবলমাত্র এই সংগঠনের সদস্য হতে পারবেন।
উদ্যোক্তরা বলছেন, সামাজিক এই সংগঠনটি আশুলিয়ার গ্রাজুয়েট নাগরিকদের অভিন্ন প্লাটফ্রম। যা দলমত নির্বিশেষে সবার সাথে সবার যোগাযোগ বৃদ্ধি করবে, ঐক্য গড়ে তুলবে।
২৬ জুলাই সন্ধ্যায় আশুলিয়ার জিরাবোতে লানচন রেস্টুরেন্টটে কেক কেটে সংগঠনটির যাত্রা শুরু করা হয়। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকার গ্রাজুয়েট সদস্যরা উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে সংক্ষিপ্ত ভাবে আলোচনা হয় গ্রাজুয়েটদের মধ্যে। এতে সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান লিটন, বক্তব্য দেন বিভিন্ন গ্রাজুয়েট বিন্দু।
সংগঠনের এডমিন আল-মামুন, গ্রাজুয়েটদের সবাইকে স্বাগত জানিয়েছে বলেন, "সকলের সাথে সকলের যোগাযোগের একটি প্লাটফর্ম আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েন।সকল শ্রেণী পেশার গ্রাজুয়েটদের মধ্যে ঐক্য গড়াই আমাদের লক্ষ্য।"
অপর এডমিন মোঃ আমিনুল ইসলাম আসিফ বলেন, এটি একটি সামাজিক সংগঠন। সামাজিক কর্মকাণ্ডে আমাদের অংশ গ্রহণ করতে হবে। বিভিন্ন সামাজিক কাজ যেমন- রক্ত দান, গাছ লাগানো,মানুষের সেবা করা ইত্যাদি, এসব কাজে আমাদের এগিয়ে যেতে হবে।
ইতোমধ্যে ফেসবুকে আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েনের একটি গ্রুপ খোলা হয়েছে। নতুন সদস্যরা নির্দিষ্ট ফরম পূরন করে সদস্য হতে পারবেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম