নিজস্ব প্রতিবেদক, সাভার:
আশুলিয়া থানার মরহুম আবুল হাসেমের সুযোগ্য পুত্র হাসেম প্লাজার স্বত্তাধিকারী ভাদাইল গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তরুন উদিয়মান আওয়ামী যুবলীগের রাজনীতিতে মোঃ ওমর আলী সজিব এক উজ্জল নক্ষত্র । সদাই হাস্যজ্জল এই তরুন নেতা ছাত্র জীবন থেকেই ছিলেন সাহিত্য ও বিনোদন প্রেমিক।
স্বাধীনতার পরবর্তী অমর স্মৃতিগাঁথা পুরোনদিনের সেই কবিতা সাহিত্য ও গান সংগ্রহে নানা উৎসাহ মনোমুগ্ধ করার মতো এক অনন্য দৃষ্টান্ত ।এছাড়া চলচিত্র অঙ্গনের প্রবীন নবীন নায়ক নায়িকাদের সাথে তার গভীর হৃদতার সু- সম্পর্ক রয়েছে। ছোট বেলায় পিতার বিয়োগের পর থেকে নিজের উপর নানা দ্বায়িত্ব কর্তব্য বেড়ে যাওয়ায় সমাজের নানা কাজে জড়িয়ে পরে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা সুষ্টি করেছেন।
সমাজের সকল শ্রেনীর মানুষের সাথে চলতে চলতে ধীরে ধীরে সমাজ সেবায় এলাকায় ব্যাপক গ্রহনযোগ্যতা সৃষ্টি হয়েছে। এলাকার মসজিদ মাদ্রাসা স্কুল সহ নানা প্রতিষ্ঠানে অনুদান দিয়ে এলাকার তরুন সমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠেন। তিনি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আর্দশের প্রতি অনুগত ছিলেন। পিতার আর্দশ অনুসরণ করে যোগ দেন আশুলিয়া থানা আওয়ামী যুবলীগে।এর পর নিজের অর্থায়ণে ভাদাইল ৬ নং ওয়ার্ড যুবলীগের পৃষ্ঠপোষকতা করে যুব সমাজের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ভাদাইল সরকারী প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হওয়ার পর নিজস্ব অর্থায়ণে দৃষ্টি নন্দন শহীদ মিনার নির্মাণ করে অপূর্ব এক দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।তার স্বপ্ন আছে যে কোন সরকারী বেসরকারী স্কুলে তাকে শহীদ মিনার নির্মাণের জন্য আহবান করলে তিনি সেখানে শহীদ মিনার স্থাপন করে দিবেন। এছাড়া গরীব মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য সাহায্য সহযোগিতা করেথাকেন।ভাষা শহীদ ও মুক্তি যুদ্ধে শহীদদের প্রতি তিনি শ্রদ্ধাশীল ও দেশ প্রেমে আবেগ প্রবন বলে মনে হয়।আশুলিয়া থানা যুবলীগের রাজনীতিতে জড়িয়ে অল্প দিনে সাভারের রাজনীতির শীর্ষ নেতাদের কাছে তার গ্রহণযোগ্যতা গড়ে উঠেছে। দলের যে কোন মিটিং মিছিলে ওমর আলী সজিবের নেতৃত্বে বিশাল যুবলীগের শোডাউন প্রমান করে তিনি সত্যিই যোগ্য নেতৃত্ব দেওয়ার উপযুক্ত।
এছাড়া ইতিমধ্যে তিনি তরুন সমাজসেবক হিসাবে লায়ন উপাধি অর্জন করেছেন।যার কাজ সমাজের অবহেলীত মানুষ গুলিকে সেবা দিয়ে প্রতিষ্ঠিত করা। রাজনীতি ও সমাজ সেবার পাশাপাশি তিনি বিভিন্ন দেশে ভ্রমন করে নানা অভিজ্ঞতা অর্জন করছেন। জীবন চলার পথে এটি তার অনেক কাজে লাগবে। তার সাথে কথা বলে রাজনীতি নিয়ে জানতে চাইলে তিনি আমাদের বাংলাদেশ ডট কমকে বলেন আমি ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বাস করি। কারন আমার বাবা মরহুম আবুল হাসেম বঙ্গবন্ধুর আর্দশের অনুসারী ছিলেন। বাবা মারা যাওয়ার পর থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি করার ইচ্ছা ও স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে আশুলিয়া থানা যুবলীগের রাজনীতিতে যোগ দেই। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার আর্দশ তার সকল নির্দেশনা বাস্তবায়ণে আমি কাজ করবো। এছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাব,
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম