নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) রাত ৮টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলস্থ আশুলিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আশুলিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হায়াত বাচ্চু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ অপু খন্দকার, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ঢাকা জেলা ব্যুরো চীফ আলমাস হোসেন মডেল মেহেদী হাসান বাবুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে আশুলিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু বলেন, সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ভালো থাকলে মন আর মন ভালো থাকলে জীবনে নতুন উদ্যমে সবকিছুই ভালো লাগে। খেলা হচ্ছে সেই ভালো থাকার খোরাক। খেলাধুলা সাংবাদিকদের মন জগতে আনন্দ উদ্দীপনার খোরাক হিসাবে কাজ করবে। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
আশুলিয়া প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ অপু খন্দকার জানান, খেলাধুলা মন ও মগজে স্বস্তি যোগায়। প্রতি বছর আশুলিয়া প্রেস ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাধুলা সাংবাদিকসহ প্রতিটি মানুষকে উজ্জীবিত করে। এই খেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। খেলা চলাকালে এসময় শতাধিক দর্শনার্থী আশুলিয়া প্রেস ক্লাব চত্বরে এসে এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপভোগ করে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম