বিনোদন ডেস্ক: গীতিকার, সুরকার ও ছড়াকার শিকদার বাসীর এর কথা এবং সুরে খুব শীঘ্রই অবমুক্ত হতে যাচ্ছে একগুচ্ছ ইসলামী সংগীত। গানগুলোর বিষয়বস্তু হলো: মরমী, হামদ, নাত ইত্যাদি।
সবগুলো গানের কথা লিখেছেন শিকদার বাসীর নিজেই। পাশাপাশি গানগুলোর সুরও তিনিই করেছেন (এরমধ্যে ৩টি গানের সুর করেছেন ইশরাক ইব্রাহীম)
গানগুলোর মাঝে অর্ধসংখ্যক গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিশুশিল্পী আব্দুল্লাহ সাইফ এবং বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কিছু মেধাবী তরুণ ও শিশুশিল্পী।
আলহামদুলিল্লাহ ইতিমধ্যে গানগুলোর অডিও ভিডিও দেশের চমৎকার কিছু মনোরম দর্শনীয় স্থানে সম্পূর্ণ হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাস হতেই এ গানগুলো ইউটিউবের জনপ্রিয় কিছু চ্যানেল: স্টুডিও ভোকাল, আরাফাহ্ রেকর্ডস, ইসলামিক শক্তি টিভি, অন্যান্য চ্যানেল এবং শিল্পীদের ব্যক্তিগত চ্যানেলগুলোতে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে ইনশা'আল্লাহ। জাযাকামুল্লাহ খাইর।
ইমু/এবিডি
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম