লিয়াকত হোসেন: আসছে ২৬-এ অক্টোবর, ২০১৯ ইং তারিখ, রোজ: শনিবার, সেগুন বাগিছা, কঁচিকাটা মিলনায়ত ভি আই পি হল ঢাকা-তে পালিত হবে মাতৃজগতের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানটি বিকাল ২ ঘটিকার সময় আরম্ভ হয়ে রাত ১০ টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান সূচির মধ্যমে পালন করা হবে। বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় পত্রিকা “দৈনিক মাতৃজগত” এর গৌরবের ১৬ বছর সুনামের সাথে অতিক্রম করে ১৭ তে পদার্পন করবে আগামী ২৬-এ অক্টোবর। প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে থাকবে নানা বর্ণাঢ্য অনুষ্ঠান।
অনুষ্ঠা্ন সূচির মধ্যে প্রধান ২ টি অনুষ্ঠান হলো:
১. গুনীজন সংবর্ধন অনুষ্ঠান
২. বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাতৃজগত পত্রিকার সম্পাদক ও নব প্রতিষ্ঠিত টিভি চ্যানেল মাতৃজগত টিভির চেয়ারম্যান এবং র্শীর্ষ টিভির পরিচালক খান সেলিম রহমান। আরো উপস্থিত থাকবেন মাতৃজগত পরিবারের সারা বাংলাদেশের প্রতিনীধি ও বিভিন্ন গুণীজন মহোদয়রা । অনুষ্ঠানের মিডিয়া পার্টনার টিভি লাইভ চ্যানেল হিসেবে থাকবে মাতৃজগত টিভি ও শীর্ষ টিভি ।
উল্লেখ্য যে, অপরাধীর সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ হয়ে সারা বাংলাদেশে সত্যের সাথে সংবাদ প্রচার করে আসতেছে জনপ্রিয় মাতৃজগত পত্রিকাটি। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের পরিচালনায় বর্তমানে মাতৃজগত টিভি, শীর্ষ টিভি নামক আরো দুটি টিভি চ্যানেল সংবাদ সম্প্রচার করে হচ্ছে।
মাতৃজগত এর সম্পাদক ও পরিচালক, মাতৃজগত পরিবারের সকল সদস্যদেরকে আগামী ২৬-এ অক্টোবর, ২০১৯ এর বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ এর পাশাপশি দেশবাসীর নিকট দোয়া প্রত্যাশা করেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম