ষ্টাফ রিপোর্টার:
আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ ও অনুসন্ধানের তথ্য ফাঁস করার অভিযোগে দুদকের পরিচালক ফজলুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য আমাদের বাংলাদেশ ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফজলুল হক সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয় কর্মরত ছিলেন।মঙ্গলবার দুদক কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাময়িক বরখাস্ত হওয়া দুদকের পরিচালক ফজলুল হক সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘খারাপ কাজ করলে তো বহিষ্কার হবেই। সে তো সদ্য পদোন্নতি পেয়েছে, তারপরও তাকে মাফ করা হয়নি। যারাই আমাদের নজরে আসবে, তাদেরকে বহিষ্কার করা হবে।’দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কোন তালিকা করছেন কিনা এমন প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, ‘কোনও তালিকা করছি না। তবে যাদের চলমান কাজের মধ্যে গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’