
নিজস্ব প্রতিবেদক।। আগত ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আর টিভি (আরটিভি'র)-এর রিয়াদ প্রতিনিধি এবং সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি সোহরাব হোসেন লিটন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পুরানো বছরের সব গ্লানি আর ব্যর্থতা মুছে ফেলে নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। বিশেষ করে প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটে যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, সেই সব রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি জানাই বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা।"
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন:প্রবাসীদের অবদান: প্রবাসীরা বিদেশের মাটিতে বাংলাদেশের দূত হিসেবে কাজ করছেন। তাদের ত্যাগ ও পরিশ্রমের ফলেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন নতুন বছরে প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া ২০২৬ সাল হোক বাংলাদেশের অগ্রযাত্রার বছর এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার বছর। সোহরাব হোসেন লিটন তার বার্তায় প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান। পরিশেষে,তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম