
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম দেশবাসী ও সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ইংরেজি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ এক বার্তায় তিনি নতুন বছর ২০২৬-এর আগমন উপলক্ষে এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে,নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
তিনি বলেন বিগত বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে নতুন বছরে দেশ ও জাতি সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে দেশের অর্থনৈতিক সাংবাদিকতার মানোন্নয়ন এবং তথ্যপ্রবাহকে আরও বেগবান করতে সাংবাদিক সমাজের ভূমিকার কথা তিনি স্মরণ করেন।
এস এম রাশিদুল ইসলাম বলেন,নতুন বছর আমাদের জন্য নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আমরা যেন একটি সুখী ও উন্নত বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে অবদান রাখতে পারি।
তিনি আরও বলেন ইআরএফ-এর সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তিনি অর্থনৈতিক সাংবাদিকদের ঐক্য ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন,নতুন বছরে গণমাধ্যমখাতে সৃজনশীলতা ও বস্তুনিষ্ঠতা আরও বৃদ্ধি পাবে। সবশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ২০২৬ সালকে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ বছর হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম