ইংলিশদের বিপক্ষে টাইগার যুবাদের দাপুটে জয়
- প্রকাশের সয়ম :
সোমবার, ২৯ জুলাই, ২০১৯
-
১০৯
বার দেখা হয়েছে
bd won
আমাদেরবাংলাদেশ ডেস্ক:ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সাত উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ইংল্যান্ডের শেলটেনহ্যামে জয়ের জন্য ২৪৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৮০ রানের মধ্যে দুই উইকেট হারায় টাইগার যুবারা। বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ২০ ও ও পারভেজ হোসেন ইমন ৩২ রান করে সাঁজঘরে ফেরেন। মাহমুদুল হাসান জয় ৮১ রানের ইনিং থেলে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত তৌহিদ হৃদয় ৭৫ ও শাহদাত হোসেন ১০ রানে অপরাজিত থাকেন। এতে ৪৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ২৪৫ রান করে যুবারা। এই জয়ে ৪ ম্যাচে ৫ পয়েন্ট তুলে নিয়েছে আকবার আলী নেতৃত্বাধীন দলটি। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। বাংলাদেশের পক্ষে মৃত্যুঞ্জয় ৪ উইকেট ও তানজিম হাসান সাকিব পান দুটি উইকেট। এছাড়া একটি উইকেট তুলেছেন রাকিবুল হাসান। বাংলাদেশ যুব দল মঙ্গলবার পঞ্চম ম্যাচ খেলবে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।
Please Share This Post in Your Social Media