আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হচ্ছে।
শনিবার সকালে, ঘোড়াঘাট থানা থেকে তাদের আদালতে নেয়া হয়। ইউএনওর বাসায় চুরির পরিকল্পনায় হামলা করেন আসামি রংমিস্ত্রি নবীরুল ও সান্টু কুমার বিশ্বাস।শুক্রবার সন্ধ্যায় রংপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় যুবলীগ কর্মী আসাদুল ইসলামকে শুক্রবার ভোরে হিলি থেকে আটক করে র্যাব।
তার দেয়া তথ্যে দিনভর অভিযান চালিয়ে দিনাজপুরের বিভিন্ন স্থান থেকে নবীরুল ও সান্টু কুমার নামে দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে তারা তিনজনই ইউএনও'র ওপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
এদিকে,এ ঘটনায় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর, চিংড়ি ইউনিয়নের যুবলীগ সভাপতি মাসুদ ও ইউএনওর বাসভবনের নিরাপত্তা প্রহরী পলাশকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। যদিও আটক হওয়ার পরপরই জাহাঙ্গীর ও মাসুদকে বহিষ্কার করে যুবলীগ।
আমাদেরবাংলাদেশ/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম