আমাদেরবাংলাদেশ ডেস্ক: ইডেন টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ৪৬ রান ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক ভারত।
কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৮৯ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ৪৩ রান যোগ করতে পেরেছে টাইগাররা। সবকটি উইকেট হারিয়ে আগের ম্যাচের মতোই গোলাপি বলের টেস্টেও পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মুমিনুলরা।
বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৯৫ রানে। মুশফিক আউট হওয়ার পর অপেক্ষা ছিল ম্যাচ শেষ হওয়ার। আল আমিনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করে দিয়েছেন উমেশ যাদব। মাহমুদউল্লাহ নামেননি ব্যাটিংয়ে।
এর আগে ১ম ইনিংসে বাংলাদেশের করা ১০৬ রানের জবাবে ভারত ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে ২৪১ রানের লিড পায় স্বাগতিক ভারত।