ঢাকা।। প্রাণঘাতী করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে ইতালিতে। গত ২৪ ঘন্টায় দেশটিতে আরো ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল।
ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হল ইতালি। সেখানে প্রায় সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বাড়িতে থাকছেন। সে দেশের সরকার জানিয়েছে, আগামী এপ্রিলের ৩ তারিখ অবধি বন্ধ রাখা হয়েছে সব পরিষেবা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম