আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাসে চীনের উহান শহরের পরেই বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। গত ২৪ ঘন্টায় প্রায় ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১৬ জনে। এছাড়া একদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে দুই হাজার ৬৫১ জন।
বৃহস্পতিবার ইতালির বেসামরিক সুরক্ষা বিভাগ এ খবর জানায়।
দেশটির কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের অন্তত আগামী ৩ এপ্রিল পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। ভাইরাস মহামারি আকার ধারণ করায় ইতিমধ্যে দেশটির লম্বারদিয়া অঞ্চলসহ ১৪ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার।
আগামী ২৫ মার্চ পর্যন্ত দুই সপ্তাহের জন্য অফিস, আদালতসহ সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে ফার্মেসি, খাবার সরবরাহ, ব্যাংক, পোস্ট অফিস, সংবাদপত্র বিক্রয়, পেট্রোল পাম্প ইত্যাদি সেবা এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।