ইবিতে ‘তবু তো ফাগুন আসে’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন
- প্রকাশের সয়ম :
সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
-
৮৫
বার দেখা হয়েছে

ইবি প্রতিনিধি।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী মুর্তজা আলীর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তবু তো ফাগুন আসে’ এর মোড়ক উম্মোচন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় উপাচার্যের কার্যালয়ে এ কাব্যগ্রন্থটির মোড়ক উম্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মুন্সী মুর্তজা আলী কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যাপনা করছেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থের নাম ‘মোহন জলের জালে’।
Please Share This Post in Your Social Media