প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০১৯, ৪:৩৪ অপরাহ্ণ
ইবিতে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত

মোয়াজ্জেম আদনান,ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যালি, আলোচনাসহ নানা আয়োজনে ৪৪তম জেল হত্যা দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় প্রশাসন ভবন সামনে হতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী’র নেতৃত্বে শোক র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনভবনের সামনে গিয়ে ৪৪তম জেল হত্যা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারঃ) এস.এম আব্দুল লতিফ এবং বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, সভাপতিবৃন্দ, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও অফিস প্রধানসহ সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনসমূহ।
আলোচনাসভায় ছাত্র-উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণের সভাপতিেত্ব প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী বলেন,"আমাদের বুঝতে হবে কারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, কারা সেদিন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে হত্যা করেছিল। এরই ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ৪ সহযোদ্ধাকে নির্মম ভাবে হত্যা করেছে। পরবর্তীতে তারা ২০০৪ সালের ২১ শে আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল।সুতরাং আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রতীক। আর যারা এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা রাজাকার,আল বদর, আল শামস। অমাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে জানতে হবে সেই সাথে মুকিযুদ্ধের বিপক্ষের শক্তিকেও চিনতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে গভীরভাবে শ্রদ্ধা করতে হবে এবং এর বিপক্ষের শক্তিকে ঘৃনা করতে হবে তাহলেই হওয়া যাবে খাটি দেশপ্রেমিক।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম