প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৬:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০১৯, ১:১৭ অপরাহ্ণ
ইবিতে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)’র সভা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি।।ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)’র এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (০৮ নভেম্বর) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র সভাপতিত্বে ভিসি অফিসের সভা-কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আলীমুজ্জামান (টুটুল), শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান জহুরুল হক ও সিনিয়র সহকারী প্রধান বেগম আসমা নাসরীন, পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান খন্দকার আহসান হোসেন, উপ-প্রধান মোস্তফা কামাল, আইএমইডি’র উপ-পরিচালক মোঃ আরিফুর রহমান, পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী প্রধান জুয়েল ভৌমিক ও মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক আকরাম আলী খান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
প্রকল্পের অগ্রগতি এবং সুষ্ঠু ও সুন্দরভাবে প্রকল্প বাস্তবায়ন বিষয়ে সভায় আলোচনা হয়।
আবা/রিও
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম