ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন ও কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসাইন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর ও ফারজানা আক্তারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা অঞ্চলের ডি আই জি খন্দকার ড. মহিদ উদ্দিন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাসহ খুলনা অঞ্চলের পুলিশরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘কুরআনের ভূল ব্যাখা দিয়ে মানুষকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে বিশ্বে ইসলাম ফোবিয়া (ইসলাম ভীতি) উৎপত্তি হয়েছে। শক্তির দ্বারা জঙ্গিবাদ সাময়িকভাবে নির্মূল হলেও এর দ্বারা জঙ্গিবাদকে স্থায়ীভাবে নির্মূল করা যায় না। তরুণ সমাজকে জঙ্গিবাদ থেকে দূরে রাখতে হবে।’
শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।