প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০১৯, ১১:২১ পূর্বাহ্ণ
ইবিতে শ্রমিকদের অধিকার নিয়ে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘শ্রমিকদের অধিকার বাস্তবায়নে শ্রম আদালতের ভূমিকা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আয়োজনে আইন অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বর্তমানে দেশে শ্রমিককদের অধিকারসমূহ যেসব ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে সেসব ক্ষেত্র ও কারনসমূহ উল্লেখ করা হয়। একইসাথে এসব অধিকারসমূহ বাস্তায়নে করনীয় ও শ্রম আদালতের (লেবার কোর্ট) ভূমিকা সম্পর্কে বিভিন্ন দিক তুলো ধরা হয়।
আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম, সহাকারী অধ্যাপক আব্দুল করিম, আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবু বকর মু. জাকারিয়া মজুমদার, সহকারী অধ্যাপক আলতাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
জানা যায়, সেমিনারে এ বিষয়ে গবেষণাপত্র উস্থাপন করেন আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসাইন। তিনি আইন বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনামের তত্ত্বাবধায়নে তার গবেষণা সম্পন্ন করেছেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম