প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১০:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০১৯, ১:১৬ অপরাহ্ণ
ইবিতে ‘স্বপ্নকাননে’র নবীন বরণ

ইবি প্রতিনিধি।। ‘আর্তমানবতা ও দেশের সেবায় আমরা অপ্রতিরোধ্য সৈনিক’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নকাননে’র নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুর ২ টায় সংগঠনটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের করিডরে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ফুল ও সংগঠনটির প্রথম প্রকাশিত স্মরণিকা 'স্বপ্নযাত্রা-২০১৯’ দিয়ে বরণ করে নেন নবীন শিক্ষার্থীদেরকে। পরে সংগঠনের সকল নিয়ম কানুন মেনে চলাসহ সংগঠনকে সার্বিক সহযোগিতা করার শর্তে সকলকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের সভাপতি।
অনুষ্ঠানে স্বপ্নকানন ইবি শাখার সভাপতি মেজবাহ আলম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বপ্নকাননের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইবি শাখার সাধারণ সম্পাদক ফয়সাল বিন ইলিয়াস।
এছাড়াও ইবি শাখার সহ-সভাপতি ইব্রাহিম খলিল প্রান্ত, সাংগঠনিক সম্পাদক আশহাদুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী রাফি ও অর্থ সম্পাদক উম্মে হানি সুহাসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আর্তমানবতা ও দেশের সেবায় নিয়োজিত অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নকানন’। সংগঠনটি ২০১৮ সালের ২ এপ্রিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যাত্রা শুরু করে।
সংগঠনটি দেশের বিভিন্ন স্থানের অসহায় ও দুঃস্থ মানুষদের সহায়তা প্রদান, শিশুশ্রম হ্রাস, নারীর প্রতি সহিংসতা রোধ, সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা, মাদকের কুফল নিয়ে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও তার প্রতিকার নিয়ে স্কুল কলেজে ক্যাম্পেইন পরিচালনা করে আসছে তারা
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম