ইবি’র অফিস সহায়ক কর্মচারী সমিতির অফিস উদ্বোধন
- প্রকাশের সয়ম :
রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
-
১২৬
বার দেখা হয়েছে

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অফিস সহায়ক কর্মচারী সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে। আজ (২০ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় মসজিদ ভবনের নীচতলায় অফিস সহায়ক কর্মচারী সমিতির অফিস উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
সমিতির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, পরিবহন প্রশাসক ও শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, সহকারী প্রক্টর আনিচুর রহমান প্রমুখ।
Please Share This Post in Your Social Media