প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০১৯, ১১:৪১ পূর্বাহ্ণ
ইবির টিএসসিসি’র নতুন দায়িত্বে ড. মিজান
ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
টিএসসিসির সদ্যপ্রয়াত পরিচালক অধ্যাপক ইয়াছিন আলী ১৮ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পদ শুন্য হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী আগামী এক বছরের জন্য ড. মিজানকে এই পদে নিয়োগ দেন বলে জানা গেছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. মিজানুর রহমান এর আগে বিভাগীয় সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং দেশরত্ন শেখ হাসিনা হল প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম