প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০১৯, ৩:১৪ অপরাহ্ণ
ইবি’র ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
ইবি প্রতিনিধি।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) শেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ১৯ দশমিক ৭৬ শতাংশ।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড. মোস্তফা কামাল।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, অধ্যাপক ড. তপন কুমার জোয়ার্দ্দার, অধ্যাপক ড. মাহবুবর রহমান, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ।
সংশ্লিষ্ট ইউনিট সূত্রে, এ বছর মোট চারটি শিফটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ২৩ হাজার ১৫২ জন শিক্ষার্থী। তন্মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৯ হাজার ৬১৩ জন। উত্তীর্ণ হয় ৩ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী।
উত্তীর্ণদের আগামী ২৩ নভেম্বর প্রথম ও দ্বিতীয় শিফটের
ও ২৪ নভেম্বর তৃতীয় ও চতুর্থ শিফটের উত্তীর্ণদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণদের মোবাইলে এস.এম.এসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।
এছাড়াও ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (
www.iu.ac.bd)-তে পাওয়া যাবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম