প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০১৯, ১:০৫ অপরাহ্ণ
ইবির নতুন প্রেস প্রশাসকের দায়িত্বগ্রহণ
ইবি সংবাদদাতা।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রেস প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রিন্টিং প্রেস অফিসে তিনি অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন।
দায়িত্বগ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যধাপক ড. মাহবুবর রহমানসহ প্রিন্টিং প্রেস অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে নতুন প্রেস প্রশাসক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রেসকে আধুনিকায়নের মধ্যে দিয়ে একটি অনন্য জায়গায় নিয়ে যেতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেসব গবেষণা (আর্টিকেল) বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে সেগুলোকে অতি শীঘ্রই বই আকারে প্রকাশ করা হবে।’
আবা/রিফাত/আজারুল
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম