প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০১৯, ১:০৪ অপরাহ্ণ
ইবি’র ভর্তিযুদ্ধ: ‘বি’ ইউনিটে ১১ শতাংশ পাশ
ইবি প্রতিনিধি।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শেণীতে ভর্তি পরীক্ষার কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ১১ শতাংশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনাওয়ার আলী।
সংশ্লিষ্ট ইউনিট সূত্রে, এবছর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৬৫ আসনের জন্য আবেদন করেন ২৭ হাজার ৬৩৭ জন। যার মধ্যে ২৪ হাজার ৯৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে পাশ করেছে ২ হাজার ৮১৫ জন।
মোট চার শিফটে অনুষ্ঠিত হওয়া এই ইউনিটের পরীক্ষায় লিখিততে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ শিফটে পাশের নম্বর কমিয়ে ৭ এর স্থলে ৪ করা হয়েছে। তৃতীয় শিফটে ৩ করা হয়েছে। কোন শিক্ষার্থী ইংরেজি ও বাংলা বিষয়ে ভর্তি হতে চাইলে তাকে এর আগে ১৫ নম্বর পেতে হতো। এবারে তা কমিয়ে ১২ করা হয়েছে। এছাড়া অন্যান্য বিষয়ে ১০ এর স্থলে ৮ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণদের মোবাইলে এস.এম.এসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হয়েছে। ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (
www.iu.ac.bd)-তে পাওয়া যাবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম