প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০১৯, ৬:২৪ অপরাহ্ণ
ইবির শেখ হাসিনা হলে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় হলের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলীনা নাসরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর (দায়িত্বপ্রাপ্ত) পরেশ চন্দ্র বর্ম্মন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড.জাকারিয়া রহমান, ফলিত রসায়ন কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান, হলের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল, হাউজ টিউটর ইসমাত জেরিন খান প্রমূখ।
এছাড়াও হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম