ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোন যুদ্ধে জড়াতে চায় না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

রাশিয়া সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরানের কাছ থেকে ‘স্বাভাবিক দেশের’ আচরণ দেখতে চায় তার দেশ । তবে মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ হলে তার কঠোর জবাব দেয়া হবে বলে তিনি ইরানকে সতর্ক করেন। এদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানও যুদ্ধে জড়াতে চায় না। গেলো বছর ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এবং ইরানের ওপর চাপ বৃদ্ধি অব্যাহত রাখে ওয়াশিংটন। সেই ধারাবাহিকতায় গেলো সপ্তাহে উপসাগরীয় এলাকায় যুদ্ধ জাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।