শুধু ইশতেহারের জন্য জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই সেই ইশতেহার বাস্তবায়ন করাই প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

ধানমন্ডি-৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পুনর্নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ উপদেষ্টা সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান সাংবাদিকদের বলেন, দেশের অর্থনীতি খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ শুরু করবে সরকার। এসময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।