এবিডি ডেস্ক : গোলান হাইটসে নির্দেশিত আন্ত:সীমান্ত গোলাগুলির প্রতিক্রিয়ায় ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার অভ্যন্তরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রোববার সেনাবাহিনী এ কথা জানায়।
সেনাবাহিনী টেলিগ্রামে বলেছে,‘গতকাল শনিবার গোলান হাইটসের দিকে হামলার প্রতিক্রিয়ায়, কিছুক্ষণ আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান সিরিয়ায় ইসরায়েল বিরোধীদের অবকাঠামোতে আঘাত হেনেছে।’ খবর এএফপি’র।
শনিবার, সেনাবাহিনী বলেছে , সিরিয়া থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র গোলান হাইটসের জনবসতিহীন অংশে অবতরণ করেছে এবং এই অঞ্চলে রকেট সতর্কতা সাইরেন বেজেছে।
শুক্রবার এক ড্রোন উৎক্ষেপণে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে একটি স্কুল বিধ্বস্ত হলে ইসরায়েল সিরিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে এবং পরবর্তীতে জাতিসংঘের স্বীকৃতিবিহীন এক পদক্ষেপে এটিকে সংযুক্ত করে।
ইসরায়েল হামাসের বিরুদ্ধে অব্যাহত হামলা চালিয়ে যাওয়ায় লেবাননের সীমান্ত বরাবর নিয়মিত আন্ত:সীমান্ত গুলি বিনিময় হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম