বিনোদন ডেস্ক।।
রানাঘাটের সেই রানু মণ্ডলের আগের দিন আর নেই। এখন তিনি রীতি মতো তারকা। বলিউডের ছবিতে গান গেয়েছেন। সোশ্যাল মিডিয়াতে রানু সংক্রান্ত কোনও কিছু মানেই ভাইরাল। এবার তিনি হাস্যকর কাণ্ড ঘটালেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হন রানু। সঞ্চালক তাকে গান গাইবার অনুরোধ জানান।
এ সময় রানু হিমেশ রেশমিয়ার সঙ্গে রেকর্ড করা গান গাইবেন বলে জানান। যা শুনে সঞ্চালিকাও সম্মতি জানান। কিন্তু মাইক হাতে নিয়ে গানের কথা ভুলে যান রানু। আর সেকথা জানাতে গিয়ে, ইংরেজির ভুল উচ্চারণ করে বসেন তিনি।আর রানুর ভিডিও প্রকাশ্যে আসতেই আবারও জল্পনা শুরু হয়ে যায়। রানু মণ্ডল কেন ভুল ইংরেজি বলতে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা।রানুর মেয়ে সাথী বলেন, তার মায়ের মেজাজ সব সময় গরম থাকে। তার এই মেজাজের জন্যই সব সময় তাকে সমালোচনার মুখে পড়তে হয়। রানুর প্রতি যেন মানুষের সহানুভূতি উঠে গেছে। এর পেছনে অন্যতম কারণ তার এই খারাপ আচরণ। কেউ তার সঙ্গে ভালোবেসে ছবি তুলতে চাইলেও পাত্তা দিচ্ছেন না আজকাল। কিছুদিন আগে অতিরিক্ত মেকআপ দিয়েও সমালোচিত হয়েছেন তিনি
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম